রোমান আহমেদ, জামালপুরঃ জামালপুরের পৌর গোরস্থানে বরাদ্দকৃত কবর গুলোকে সংরক্ষণের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে জামালপুর জেলা বিএনপি ।বৃহস্পতিবার ( ১৭ফেব্রুয়ারি) বেলা ১২টায় জামালপুর শহরের শফি মিয়ার বাজার এলাকায় জেলা বিএনপির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ।
জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র এড. শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন বলেন, জামালপুর পৌর গোরস্থান একটি প্রাচীন গোরস্থান । অনেক পূর্বপুরুষদের মা-বাবাসহ আত্মীয়-স্বজনদের এখানে দাফন করা হয়েছে এবং ইসলাম প্রচারে সফররত বিদেশী মেহমানদেরও এখানে দাফন করা হয়েছে । ইতোমধ্যেই পৌরসভা কর্তৃক সমস্ত কবরকে ধসিয়ে দেয়া হয়েছে । এতে পৌরবাসির মনে ক্ষোভ সৃষ্টি হয়েছে ।
তিনি বলেন, নিয়ম মাফিক বরাদ্দকৃত কবরগুলো সংরক্ষনের ব্য্যবস্থা রেখে সিদ্ধান্ত বাস্তবায়নের দাবি জানান । বাঁধানো কবরগুলো সংরক্ষণ করে প্রয়োজনে উত্তর-পশ্চিম দিকে জায়গা ক্রয় করে গোরস্থান সম্প্রসারণ করা যেতে পারে ।এবিষয়ে পৌরবাসির সামর্থ বিবেচনা করে ট্যাক্স নির্ধারণ করার জোর দাবি জানান তিনি ।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post