Thursday, 21 August 2025
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

দায়ী কে ? কম শুল্কে কস্টিক সোডা এনে বানানো হচ্ছে লবণ

দেশতথ্য ডেস্ক by দেশতথ্য ডেস্ক
20/02/2022
in জাতীয় খবর
Reading Time: 1 min read
0
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

কস্টিক সোডা আমদানির ক্ষেত্রে অগ্রিম আয়কর মাত্র ৫ শতাংশ ও কাস্টমস ডিউটি ৫ শতাংশ। আর ১ কেজি ভোজ্যলবণ আমদানির শুল্ক ও কর দিতে হয় ৯৩ শতাংশ। শিল্প লবণ আমদানিতে শুল্ক ও কর দিতে হয় ২৫ শতাংশ। শুল্ক ফাঁকি দেওয়ার সুযোগ কাজে লাগিয়ে একটি ব্যবসায়ী চক্র লবণ আমদানি করছে। এটাকে কস্টিক সোডা হিসেবে আমদানি করে তাতে এসিড মিশিয়ে কতরী করা হচ্ছে লবন। সেই লবণ দেশের বাজারে বিক্রি করা হচ্ছে। ১ টন কস্টিক সোডা উৎপাদনে যে পরিমাণ লবণ প্রয়োজন, আমদানি করা হচ্ছে তার দ্বিগুণ। বর্তমানে ভোজ্য লবণ আমদানি নিষিদ্ধ থাকার কারণে কস্টিক সোডা বা কস্টিক সোডা উৎপাদনের নামে আনা হচ্ছে লবণ।

এতে বছরে প্রায় হাজার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার। অন্যদিকে মার খাচ্ছে দেশীয় লবণশিল্প। বর্তমানে লবণ আমদানি নিষিদ্ধ রয়েছে। কেননা লবণ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ। অথচ ওই চক্রটি কস্টিক সোডা আমদানির সুযোগ নিয়ে এর আড়ালে প্রতি বছর টনকে টন লবণ আমদানি করছে।

বিশেষজ্ঞ ও কস্টিক সোডা এবং লবণ উৎপাদনের সঙ্গে জড়িতরা বলছেন, কস্টিক সোডার সঙ্গে অ্যাসিড মেশালে লবণ তৈরি হয়। কস্টিক সোডার চেয়ে বাজারে লবণের চাহিদা বেশি। অনেক ক্ষেত্রে দামও বেশি। আবার লবণ আমদানিতে কস্টিক সোডার আমদানির তুলনায় ব্যয় অনেক বেশি। ফলে কস্টিক সোডার এইচএস কোড ব্যবহার করে অনেকেই লবণ আমদানি করছেন। এরপর ওই লবণ দেশের বাজারে বিক্রি করছেন।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্র জানায়, কস্টিক সোডার ওপর আমদানি পর্যায়ে অগ্রিম আয়কর ৫ শতাংশ ও কাস্টমস ডিউটি ৫ শতাংশ বলবৎ রয়েছে। আর ১ কেজি ভোজ্যলবণ আমদানিতে শুল্ক ও কর দিতে হয় ৯৩ শতাংশ এবং শিল্প লবণ আমদানিতে শুল্ক ও কর দিতে হয় ২৫ শতাংশ।

এনবিআরের তথ্যমতে, কস্টিক সোডা আমদানিকারক হিসেবে শীর্ষস্থানীয় কয়েকটি প্রতিষ্ঠানের তথ্য পাওয়া গেছে। সেগুলো হলো- এমএইসি গ্রুপবিডি, সামুদা কেমিক্যাল কমপ্লেক্স লিমিটেড, কেইএনপার্ক বাংলাদেশ, এসএমডিএস বাংলাদেশ, এসটিএল বাংলাদেশ, টিসিসিএল বাংলাদেশ ইত্যাদি। দেশে প্রতিবছর চার লাখ টন কস্টিক সোডার চাহিদার বিপরীতে সাড়ে তিন লাখ টন কস্টিড সোডা উৎপাদনের তথ্য রয়েছে শিল্প মন্ত্রণালয়ের কাছে। অথচ আমদানিও হয় প্রায় চার লাখ টন। এদিকে দেশে প্রতিবছর লবণের চাহিদা রয়েছে প্রায় ১৭ লাখ টন, যার প্রায় পুরোটা বাংলাদেশেই উৎপাদিত হয়। বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের তথ্যমতে, দুই থেকে আড়াই লাখ টন লবণের ঘাটতি রয়েছে। অথচ ব্যবসায়ী ও লবণ মিল মালিকদের হিসাবে, দেশে লবণের ঘাটতি রয়েছে ১০ লাখ টন। তথ্যের এমন গরমিলের ফাঁকে কস্টিক সোডার আড়ালে লবণ আমদানি করছে একটি অসাধু ব্যবসায়ী চক্র।

জানা গেছে, বর্তমানে দেশে ভোজ্যলবণ আমদানি নিষিদ্ধ। এখন লবণ আমদানিতে ৯৩ শতাংশ শুল্ক ও কর দিতে হয়। ২০২০ সালে উৎপাদন ঘাটতি হওয়ায় লবণের সাময়িক সংকট দেখা দেয়। সে সময় বাণিজ্য মন্ত্রণালয় আড়াই লাখ টন লবণ আমদানির সুযোগ দিয়েছিল। তবে অনেক ছোট ও বন্ধ মিল লবণ আমদানি করে তা বড় মিলের কাছে বিক্রি করেছিল। এতে বাজারে লবণের দাম কমেনি বলে অভিযোগ রয়েছে।

চলতি ২০২১-২২ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘দীর্ঘদিন ধরে দেশে খাওয়ার লবণের  (সোডিয়াম ক্লোরাইড এইচএম কোড ২৫০১.০০.১০) আমদানি নিষিদ্ধ থাকলেও শিল্প লবণ (সোডিয়াম সালফেট/ডাইসোডিয়াম সালফেট) আমদানির সুযোগ রয়েছে। খাওয়ার লবণের সঙ্গে শিল্প লবণের দামে তারতম্য অনেক বেশি হওয়ায় অপঘোষণার মাধ্যমে খাওয়ার লবণ আমদানির প্রবণতা লক্ষ করা যাচ্ছে। এ ছাড়া খাওয়ার লবণের সঙ্গে শিল্প লবণ মিশিয়ে বাজারজাত করার অভিযোগও রয়েছে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এতে দেশের প্রান্তিক পর্যায়ের লবণচাষি ও লবণ মিলগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। লবণচাষিদের প্রতিরক্ষণ, আমদানিকৃত শিল্প লবণের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণ এবং জনস্বাস্থ্য ঝুঁকি হ্রাসের লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের সুপারিশের পরিপ্রেক্ষিতে শিল্প লবণ (সোডিয়াম সালফেট/ডাইসোডিয়াম সালফেট) আমদানিতে বিদ্যমান শুল্ক বৃদ্ধির প্রস্তাব করছি।’ ৩ জুন প্রস্তাবিত বাজেটের এ প্রস্তাব ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করে বাজেট পাস করা হয়েছে, যা বর্তমানে বলবৎ রয়েছে। এর পরও একটি অসাধু চক্র কস্টিক সোডার আড়ালে লবণ আমদানি করে বাজারে বিক্রি করছে বলে অভিযোগ রয়েছে।

জানা গেছে, কস্টিড সোডার বহুবিধ ব্যবহার হয়ে থাকে। এর মধ্যে তৈরি পোশাক খাত, কাগজশিল্প, খাদ্য প্রক্রিয়াকরণ, স্বর্ণ পরিশোধন ও জীবাণুনাশক হিসেবে এ রাসায়নিকটি ব্যবহার হয়। বাংলাদেশে একসময় প্রয়োজনের পুরোটাই আমদানি করা হতো। বর্তমানে বছরে প্রায় চার লাখ টনের মতো উৎপাদন হয়। আর ডজনখানেক কোম্পানি কস্টিক সোডা উৎপাদনের সঙ্গে জড়িত।

বিক্রয় পর্যায়ে কস্টিড সোডার ওপর ভ্যাট রয়েছে ১৫ শতাংশ। এআইটি ও কাস্টমস ডিউটি রয়েছে ৫ শতাংশ। এ ছাড়া কারখানা পর্যায়ে আরও ৫ শতাংশ ডিউটি রয়েছে। উৎপাদন, আমদানি, বিক্রয়, বাজারজাতকরণ পর্যায়ে মোট ভ্যাট ও ট্যাক্স রয়েছে ২৫ শতাংশ, যা লবণের তুলনায় কম। এ সুযোগ কাজে লাগিয়ে কস্টিক সোডার আড়ালে লবণ আমদানি করা হচ্ছে বলে জানা গেছে।

খোঁজ নিয়ে জানা যায়, অন্তত সাত ধরনের কস্টিক সোডা  রয়েছে, যেগুলো বিভিন্ন ধরনের কাজে ব্যবহার হয়। কস্টিক সোডা, ব্লিচিং ফাইন ও ব্লিচিং পাউডারসহ সাত ধরনের রাসায়নিক দ্রব্য উৎপাদন হচ্ছে দেশে। আর প্রতিবছর আমদানিও হয়। যেসব এইচএস কোডের বিপরীতে কস্টিক সোডা আমদানি হয় সেগুলো হলো-২৮১৫১১০০, ২৮১৫১২০০।

বাংলাদেশ কেমিক্যাল ইমপোর্টার্স ও ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশনের সভাপতি মাজাকাত হারুন মানিক বলেন, দেশে কয়েকটি কোম্পানি রয়েছে, যারা কস্টিক সোডা উৎপাদন করছে। যদি কেউ কস্টিক সোডার আড়ালে লবণ আমদানি করে তাহলে অবশ্যই সেটি অপরাধ ও অন্যায়। এখানে সরকারের উচিত যথাযথ ব্যবস্থা নেওয়া।

এদিকে দেশে উৎপাদিত লবণ চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত থাকার পরও অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের বিদেশি লবণ আমদানির ষড়যন্ত্র রুখতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছে কক্সবাজার লবণচাষি ও ব্যবসায়ী সংগ্রাম পরিষদ। ৯ অক্টোবর তারা কক্সবাজার প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে।

এতে লিখিত বক্তব্যে সংগঠনটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শহিদ উল্লাহ বলেন, চলতি বছর ফেব্রুয়ারি পর্যন্ত চাহিদার চেয়েও বেশি লবণ মজুদ রয়েছে। সেখানে একটি সিন্ডিকেট আবারও সরকারকে ভুুল তথ্য দিয়ে বিদেশি লবণ আমদানির পাঁয়তারা করছে। এ মুহূর্তে দেশীয় লবণশিল্পবিরোধী ষড়যন্ত্র বন্ধ করতে হবে।

এবি//দৈনিক দেশতথ্য//ফেব্রুয়ারী ২০//২০২২//

Tags: কম শুল্কে কস্টিক সোডা এনে বানানো হচ্ছে লবণ.
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

কুষ্টিয়ায় সাংবাদিকদের বনভোজন

Next Post

মাকে নিয়ে চেয়ারে বসলেন ইউ পি চেয়ারম্যান

Related Posts

কুষ্টিয়ায় জেলা বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবি
জাতীয় খবর

কুষ্টিয়ায় জেলা বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবি

কুড়িগ্রামে মাদক প্রতিরোধ কমিটির যাত্রা শুরু
জাতীয় খবর

কুড়িগ্রামে মাদক প্রতিরোধ কমিটির যাত্রা শুরু

মির্জাপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জাতীয় খবর

মির্জাপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Next Post
মাকে নিয়ে চেয়ারে বসলেন ইউ পি চেয়ারম্যান

মাকে নিয়ে চেয়ারে বসলেন ইউ পি চেয়ারম্যান

Discussion about this post

সর্বশেষ সংবাদ

কুষ্টিয়ায় জেলা বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবি

কুষ্টিয়ায় জেলা বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবি

ভেড়ামারায় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত

ভেড়ামারায় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে ৩শ’ বস্তা সরকারি সারসহ ট্রাক আটক

ঠাকুরগাঁওয়ে ৩শ’ বস্তা সরকারি সারসহ ট্রাক আটক

কুড়িগ্রামে মাদক প্রতিরোধ কমিটির যাত্রা শুরু

কুড়িগ্রামে মাদক প্রতিরোধ কমিটির যাত্রা শুরু

গহিন অরণ্যে ৩০টিরও বেশি প্রাচীন গিরিখাত

গহিন অরণ্যে ৩০টিরও বেশি প্রাচীন গিরিখাত

আর্কাইভ

August 2025
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
« Jul    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ dtbangla@gmail.com

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
newsdtb@gmail.com
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist