কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে দীর্ঘ ৩১ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বিষয়টি নিশ্চিত করে জানান, মহাসড়কে যানবাহন চলাচল শুরু হয়েছে। রাস্তায় আছড়ে পড়া ১৭ টনের এলপিজি গ্যাস বাহি ট্রাকটি ক্রেন দিয়ে অপসারণ করা হয়েছে। রাস্তায় আছড়ে পড়া এলপিজি গ্যাস বাহি ট্রাকটি অপসারণ করায় দীর্ঘ ৩১ ঘণ্টা পর এই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হলো।
মহাসড়কে পারাপারের জন্য অপেক্ষমান ট্রাক চালক মানিক মিয়া জানান, প্রায় ৩১ঘণ্টা ধরে বড় সিলিন্ডারবাহী ১০ চাকার একটি ট্রাক মহাসড়কে আড়াআড়িভাবে উল্টে থাকায় উভয় দিকের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে উত্তর ও দক্ষিণবঙ্গের একমাত্র যোগাযোগের এই মহাসড়কটির দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ফলে এই মহাসড়কে চলাচলকারী কয়েক হাজার মানুষ চরম ভোগান্তিতে পড়ে।পরে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের কর্মী ও পাবনা থেকে আসা ক্রেনের চালকসহ কর্মীরা মহাসড়কটি সচল করতে উদ্ধার অভিযান শুরু করে। সোমবার রাত সাড়ে ১১ টার দিকে প্রায় ৩১ ঘণ্টা পর যান চলাচল শুরু হয়।কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, মহাসড়কটি বন্ধ থাকার কারণে উভয় পাশে কয়েক হাজার ট্রাক ও পণ্যবাহী গাড়ি আটকে পড়েছিল। প্রায় ৩১ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়েছে।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post