বাংলাদেশ স্কাউটস কুষ্টিয়া জেলা ও বাংলাদেশ স্কাউট কুষ্টিয়া সদর উপজেলা শাখার যৌথ উদ্যোগে স্কাউট এর জনক লর্ড ব্যাডেন পাওয়েল (বি.পি) এর ১৬৬ তম জন্মদিন উদযাপন কুষ্টিয়ায় আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
গতকাল বিকেলে কুষ্টিয়া কলকাকলি মাধ্যমিক বিদ্যালয়ে বাংলাদেশ স্কাউট কুষ্টিয়া জেলা ও বাংলাদেশ স্কাউট কুষ্টিয়া সদর উপজেলা শাখার যৌথ উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ স্কাউট কুষ্টিয়া সদর উপজেলার কমিশনার ও কুষ্টিয়া জেলা স্কুলের প্রধান শিক্ষক ইফতে খাইরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউট কুষ্টিয়া সদর উপজেলা শাখার সভাপতি ও সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার সাধন কুমার বিশ্বাস।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউট কুষ্টিয়া জেলা শাখার সম্পাদক উত্তম কুমার বিশ্বাস। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউট এর লিডার ট্রেনার শফিকুল আলম বাচ্চু।
বক্তারা বলেন, ব্যাডেন পাওয়েল লন্ডনে জন্মগ্রহণ করেন, তার পূর্ণ নাম রবার্ট স্টিভেন্সন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল। সামারিক বাহিনীতে কর্মরত থাকাকালীন সবচেয়ে বেশি সফলতা পান ম্যাফেকিং অবরোধে। সেজন্যেই তিনি মেজর-জেনারেল পদে উন্নীত হন। পরবর্তীতে ১৯১০ সালে ব্যাডেন পাওয়েল লেফট্যানেন্ট জেনারেল হিসেবে অবসর গ্রহণ করেন।
বাংলাদেশ স্কাইট কুষ্টিয়া জেলা শাখার যুগ্ম-সম্পাদক আবুল কালাম আজাদ এর পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা গার্ল গাইডস কমিশনার ও কলকাকলি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেব-উন-নিসা সবুজ, বাংলাদেশ স্কাউট কুষ্টিয়া জেলা শাখার কোষাধ্যক্ষ ও বাড়াদী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফুর রহমান, বাংলাদেশ স্কাউট কুষ্টিয়া জেলা শাখার ইউনিট লিডার এনামুল কবীর, বাংলাদেশ স্কাউট কুষ্টিয়া সদর উপজেলা শাখার সহ-সভাপতি জহুরুল হক চৌধুরী রঞ্জু, সহ-সভাপতি নজরুল ইসলাম, সহ-সভাপতি ও বারখাদা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনসার আলী, মেরিট মডেল স্কুলের ইউনিট লিডার নুরুন্নাহার শেফা, জগতি মাধ্যমিক বিদ্যালয়ের ইউনিট লিডার কছিস উদ্দিন, চাঁদ সুলতানা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিরা নাসরিন, কুষ্টিয়া হাই স্কুলের সহকারী-প্রধান শিক্ষকশাবানা ইয়াছমীন।
আলোচনা শেষে বিভিন্ন পর্যায়ের স্কাইট সদস্যদের সাথে নিয়ে লর্ড ব্যাডেন পাওয়েল জন্মদিন উপলক্ষে কেক কাটেন অতিথিবৃন্দ।
এবি//দৈনিক দেশতথ্য//২২ ফেব্রুয়ারী, ২০২২//

Discussion about this post