কুষ্টিয়াঃ কুষ্টিয়া জিলা স্কুলের ৩২ জন মেধাবী ছাত্র-ছাত্রীকে শিক্ষা বৃত্তি দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে কুষ্টিয়া জিলা স্কুলে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে বৃত্তির নগদ অর্থ তুলে দেওয়া হয়।
কুষ্টিয়া জিলা স্কুলের ১৯৬৬ এসএসসি ব্যাচের শিক্ষার্থী সমাজসেবক আশরাফউদ্দিন নজুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জিলা স্কুলের প্রধান শিক্ষক ইফতে-খাইরুল ইসলাম।
এসময় তিনি বলেন, শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে কুষ্টিয়া জিলা স্কুল দেশকে অসংখ্য মেধাবী ব্যক্তিত্ব উপহার দিয়েছে। যারা তাদের কর্মে ও মেধায় এই দেশকে সমৃদ্ধ করেছেন। এই জিলা স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের (১৯৬৬ এসএসসি ব্যাচ) উদ্যোগে বৃত্তি বিষয়ক কার্যক্রম শুরু করেছে। এতে করে দরিদ্র মেধাবী শিক্ষার্থীরা আরো বেশি অনুপ্রাণিত হবে।
তিনি বলেন, শিক্ষা বৃত্তি পেয়ে শিক্ষার্থীদের দায়িত্ব আরো বেড়ে গেল। শিক্ষা জীবন শেষে দরিদ্র অসহায় মানুষের কল্যাণে কাজ করতে হবে বলেও যোগ করেন তিনি।
অনুষ্ঠানের সভাপতি আশরাফউদ্দিন নজুর জানান, আমরা জিলা স্কুলের ১৯৬৬ ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা মিলে এই স্কুলের দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দেওয়া চালু করলাম। আগামীতেও এই মেধা শিক্ষাবৃত্তি আরও বাড়ানো হবে।
তিনি আরও বলেন, আজকের এই বৃত্তির মাধ্যমে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি করবে বলে বিশ্বাস করি। যাতে করে শিক্ষার্থীরা প্রতিযোগিতার মাধ্যমে নিজেদেরকে যোগ্য নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে।
এ সময় কুষ্টিয়া জিলা স্কুলের তৃতীয় থেকে দশম শ্রেণী পর্যন্ত দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের হাতে প্রত্যেককে নগদ ৩হাজার টাকা করে দেওয়া হয়। আগামীতেও এই শিক্ষাবৃত্তি দেওয়া হয় বলে আয়োজকরা জানান।
অনুষ্ঠানে কুষ্টিয়া জিলা স্কুলের সহকারী প্রধান শিক্ষক রহমতুল্লাহ, সহকারী শিক্ষক মোঃ আব্দুল জলিল, সহকারী শিক্ষক জাকির হোসেন, ব্যাচ ১৯৬৬’র বন্ধু সদর উদ্দিন, সাংবাদিক এসএম জামালসহ জিলা স্কুলের শিক্ষক শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
এবি//দৈনিক দেশতথ্য//২২ ফেব্রুয়ারী, ২০২২//

Discussion about this post