ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা দিয়েছেন ইউপি সদস্য মো.ফোরকান আলম।
সূত্রে জানা যায়, বুধবার হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড এলাকায় ইউপি সদস্য ফোরকান আলম স্কেভেটর দিয়ে আবাসিক এলাকার (বসত-বাড়ির) ২ শ’ গজের মধ্যে জমির টপ সয়েল কাটাচ্ছিলেন।
সংবাদ পেয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.শাহিদুল আলম সেখানে অভিযান চালিয়ে এই জরিমানা করেছেন। মাটি কাটার কাজে ব্যবহৃত স্কেভেটর এর দুটি ব্যাটারি জব্দ করেন ভ্রাম্যমান আদালত।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহিদুল আলম বলেন, এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এবি//দৈনিক দেশতথ্য//২৩ ফেব্রুয়ারী//২০২২

Discussion about this post