নওগাঁর সাপাহারে নব-নির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের সংবর্ধনা দিয়েছেন খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি। বাংলাদেশ আওয়ামী লীগ সাপাহার উপজেলা শাখার আয়োজনে বুধবার দুপুরে উপজেলা সদরের জিরোপয়েন্টে মুক্ত মঞ্চে উক্ত সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মাননীয় খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি। এসময় বাংলাদেশ আওয়ামী লীগ হতে মনোনয়ন প্রাপ্ত ৫ ইউনিয়নের চেয়ারম্যানকে সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে চেয়ারম্যানদের উদ্যেশ্য পরামর্শমূলক বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহাজাহান হোসেন মন্ডল। সাধরণ সম্পাদক মাসুদ রেজা সারোয়ার সহ আ’লীগ ও অঙ্গ সংগঠনের নের্তৃবৃন্দ। এসময় আ’লীগ, যুবলীগ, মহিলা লীগ, ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এবি//দৈনিক দেশতথ্য//২৩ ফেব্রুয়ারী//২০২২

Discussion about this post