মেহেরপুর প্রতিনিধি: টিকা নিয়ে বাড়ি ফেরার পথে মেহেরপুরের গাংনীর সাকিবুল ইসলাম শিলন (১৩) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছেন। বুধবার দুপুরে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের পশ্চিম মালসাদহ নামক স্থানে ইজিবাইকের (ব্যাটারি চালিত যান) ধাক্কায় তার মৃত্যু হয়।
সাকিবুল ইসলাম শিলন গাংনী উপজেলার সহড়াতলা গ্রামের রাহাতুল ইসলামের ছেলে। সে হাড়াভাঙ্গা এইচকেএস মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
নিহতের চাচাতো ভাই আব্দুল্লাহ জানান, স্কুলের ছাত্রছাত্রীদের সঙ্গে টিকা নিতে গাংনী পৌরসভায় যাওয়া হয়। টিকা নিয়ে ইজিবাইকে করে বাড়ি ফেরার সময় পেছন থেকে দ্রুত গতির অপর একটি ইজিবাইক ধাক্কা দিলে মাথায় গুরুতর আঘাত পান শিলন। রক্তাক্ত জখম অবস্থায় তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে নিয়ে যাওয়া হয়। চিকিৎসার এক পর্যায়ে তার মৃত্যু হয়।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মর্কা ওসি আব্দুর রাজ্জাক জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। এ বিষয়ে আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন।

Discussion about this post