মৌলভীবাজার প্রতিনিধি: ২৬ ফেব্রুয়ারি কোভিড-১৯ এর টিকা দেশব্যাপী একদিনে এক কোটি বাস্তবায়নে জনসচতেনতা সৃষ্টির লক্ষে মৌলভীবাজারে বর্ণাঢ্য র্যালি হয়েছে।
গতকাল (বৃহস্পতিবার) দুপুরে জেলা প্রশাসক কার্যালয় থেকে জনসচতেনতা মূলক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মৌলভীবাজার পৌরসভার আয়োজনে র্যালীর নেতৃত্ব দেন জেলা প্রশাসক মীর নাহদি আহসান। এসময় উপস্থিত ছিলেন পুলশি সুপার মোহাম্মদ জাকারিয়া, পৌর মেয়রু মোঃ ফজলুর রহমান, জেলা সিভিল সার্জন ডাঃ চৌধুরী জালাল উদ্দীন মুর্শেদ সহ অন্যান্যরা। র্যালির আয়োজক মৌলভীবাজার পৌরসভার মেয়য় মোঃ ফজলুর রহমান জানান, গণটিক র্কাযক্রমে ১৮ বছর ও এর উপরে বয়সের যে কোন নাগরকি রেজেস্ট্রিশেন ছাড়াই শুধু মোবাইল নম্বর দিয়ে কোভডি-১৯ টিকা গ্রহণ করতে পারবেন। পৌর এলাকার ৯টি ওয়ার্ডে পৃথক ক্যাম্পে টিকা দেয়া হবে। জেলা সিভিল সার্জন ডাঃ চৌধুরী জালাল উদ্দীন মুর্শেদ জানান মৌলভীবাজার জেলার মোট জনসংখ্যা ২১,৬৮,৮১০ জন। প্রথম ডোজ টিকা দেয়া হয়েছে ১৪,৪২,২৭১ জনকে, দ্বিতীয় ডোজ টিকা দেয়া হয়েছে ৯,৮৫,৪৬২ জন, তৃতীয় (বোষ্টার) ডোজ টিকা দেয়া হয়েছে ৪২,৬১০ জনকে। আগামী ২৬ ফেব্রুয়ারি কোভিড-১৯ এর গনটিকার দিন পর্যন্ত প্রথম ডোজ এর টার্গেট ১৮ লাখ ধরা হয়েছে। এছাড়া শুধু মৌলভীবাজার সদর উপজেলায় জনসন এন্ড জনসন এর টিকা দেয়া হবে। এক জনকে এক ডোজ টিকা দেয়া হবে। এ টিকার ক্ষেত্রে পরবর্তীতে দ্বিতীয় বা তৃতীয় ডোজ টিকা দেয়ার প্রয়োজন হবেনা।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post