মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে মবশ্বির-রাবেয়া ট্রাস্টের উদ্যেগে ৫দিন ব্যাপী ফ্রি চক্ষু শিবির শুরু হয়েছে। চক্ষু শিবিরে বিনামূল্যে দৃষ্টিশক্তি পরীক্ষা শেষে চোখের ছানিপড়া ১৫০ জন ও চোখের নেত্রনালী (ডিসিআর) ৭০ জন রোগীকে অপারেশনের জন্য বাছাই করা হয়।
শনিবার ২৬ ফেব্রুয়ারি দূপুরে মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের চিকিৎসা ব্যবস্থায় ফ্রি চক্ষু শিবিরের প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, চক্ষু শরীরের প্রধান একটি অঙ্গ। সারা শরীরের সকল অংশ যদি ঠিক থাকে আর চক্ষু যদি না থাকে তাহলে চলা খুব কঠিন। মবশ্বির-রাবেয়া ট্রাষ্ট দীর্ঘদিন থেকে ফ্রি চক্ষু শিবির কার্যক্রম পরিচালনা করে আসছে। এভাবে তাদের মতো সমাজের বৃত্তবানরা এগিয়ে আসেন তাহলে গরীব এবং অসহায়রা চিকিৎসা পেয়ে অন্ধত্ব থেকে রক্ষা পাবে। এতে এগিয়ে যাবে সমাজ ও দেশ।
মবশ্বির-রাবেয়া ট্রাষ্টের চেয়ারম্যান আলহাজ¦ সৈয়দ জুবায়ের আহমদের সভাপতিত্বে ও ট্রাষ্টের নির্বাহী পরিচালক এস এম উমেদ আলীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার পৌর সভার মেয়র মোঃ ফজলুর রহমান, সৈয়দ মশাহিদ আহমদ চন্নু,ডাঃ ছাদিক আহমদ, ব্যাংক কমকর্তা ও লেখক আব্দুল মুনিম চৌধুরী, মবশ্বির-রাবেয়া ট্রাস্টের পরিচালক (১) ও যুক্তরাষ্ট্র প্রবাসী আলহাজ¦ সৈয়দ সহিদ আলী, সৈয়দ হুমায়েদ আলী শাহীন।
ফ্রি চক্ষু শিবিরে প্রায়৭০ জন রোগীকে অপারেশনের জন্য বাছাই করা হয়। এ ছাড়াও চক্ষু শিবিরে বিনামূলে চশমা ও ঔষধ প্রদান করা হয়েছে।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post