দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে গণটিকা কার্যক্রমের প্রথমদিন সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে। গণটিকা গ্রহণ কার্যক্রম উদ্বোধন করেন কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের এমপি সরওয়ার জাহান বাদশাহ্। গতকাল শনিবার সকাল সাড়ে ৯টায় দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়ন পরিষদ কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে গণটিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বার, দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল হাসান তুহিন ও ফিলিপনগর ইউপি চেয়ারম্যান নঈমুদ্দিন সেন্টু। দৌলতপুরের ১৪টি ইউনিয়নের ১৫টি কেন্দ্রে ১৭হাজার ৪৭৫জন গণটিকার প্রথম ডোজ নিয়েছেন বলে জানিয়েছেন দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল হাসান তুহিন। তিনি আরো জানান, ২৫ হাজার প্রথম ডোজ গণটিকা দেওয়ার প্রস্তুতি ছিল। এদিকে গতকাল দুপুরে দৌলতপুরে গণটিকা কার্যক্রম পরিদর্শনে যান স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব (ডিডিএলজি) মৃনাল কান্তি দে এবং কুষ্টিয়া সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম। দৌলতপুরে গণটিকা কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালিত হওয়ায় এবং জেলার মধ্যে সবচেয়ে বেশী সংখ্যক ব্যক্তি গণটিকার প্রথম ডোজ গ্রহণ করায় তারা সন্তোষ প্রকাশ করেন ।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post