কুষ্টিয়া প্রতিনিধি: উপজেলার উজানগ্রাম ইউনিয়নের বারুইপাড়া গ্রামের মাঠ থেকে এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার ২৭ ফেব্রুয়ারি বেলা ১২ টার দিকে ভুট্টা খেতে লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। জানা যায়, মৃত শুভ হোসেন বাবার উপর রাগ করে দুই দিন আত্নগোপনে ছিলো।
শুভ’র বাবা আমিরুল ইসলাম বলেন, বাশঁগ্রাম কলেজে ভর্তির কাগজপত্র জমা দিয়েছে শুভ। বৃহস্পতিবার ভর্তির জন্য তার কাছ থেকে ৫ হাজার টাকা নেয় । কিন্তু এই টাকা অন্যত্র খরচ করে আবারো টাকা দাবি করে শুভ। এ নিয়ে রাগারাগি করে শুক্রবার বাড়ি ছেড়ে চলে যায় সে। আজ তার লাশ পাওয়া যায়। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার এসআই জাহাঙ্গীর বলেন, পুলিশ মৃতদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। সুরতহাল করার সময় তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। আত্মহত্যারও শক্তিশালী কোন আলামত মেলেনি। সার্বিক বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post