স্টাফ রিপোর্টার:
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘একদিনে রেকর্ড এক কোটি ২০ লাখ মানুষকে টিকা দিতে পেরেছি, এটি আমাদের টার্গেটের প্রায় শতভাগ।’
তিনি বলেন, ‘বিশেষ টিকা ক্যাম্পেইনের মাধ্যমে ২৬ ফেব্রুয়ারি টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে ১ কোটি ১১ লাখ মানুষকে। সবমিলিয়ে দেশের মোট জনসংখ্যার ৭৩ শতাংশ মানুষকে টিকার আওতায় আনা হয়েছে।’
রোববার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৪২তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারে নিয়োগ পাওয়া চিকিৎসকদের সংবর্ধনা এবং অরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার টার্গেট প্রায় শতভাগ পূরণ করতে পেরেছি। সাধারণ মানুষের আগ্রহের কারণে টিকা কর্মসূচির সময়সীমা আরও দুদিন বাড়ানো হয়েছে।’
মন্ত্রী বলেন, ‘করোনার সার্বিক নিয়ন্ত্রণে সাউথইস্ট এশিয়ার মধ্যে বাংলাদেশ প্রথম হয়েছে। এ সফলতার দাবিদার সবাই। এর পেছনে অনেকে নিরলসভাবে কাজ করেছেন, এখনও করছেন। প্রতিটি সরকারি হাসপাতালে ২০টি করে শয্যা করোনার জন্য আলাদা করা হয়েছে। ল্যাব, অক্সিজেন প্ল্যান্ট স্থাপনসহ টেলিমেডিসিন সেবার ব্যবস্থাও করা হয়েছে।’
জাহিদ মালেক বলেন, ‘দেশে এখন পর্যন্ত সর্বমোট ২০ কোটি ৬০ লাখ ডোজ টিকা দেওয়া হয়েছে। যার মধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে ১২ কোটির বেশি এবং দ্বিতীয় ডোজ ৮ কোটি বেশি মানুষকে দেওয়া হয়েছে।’
আমাদের জনগণ আগ্রহের সাথে টিকা নিয়েছেন, যে কারণে আমরা করোনা মোকাবিলা করতে পেরেছি বলেও জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
এদিকে, স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে- শনিবার (২৬ ফেব্রুয়ারি) পর্যন্ত ১২ কোটি ৭ লাখের বেশি মানুষকে করোনার প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে। টিকা দেওয়ার ক্ষেত্রে এটি একটি মাইলফলক।
দৈনিক দেশতথ্য//এল/

Discussion about this post