কুষ্টিয়া প্রতিনিধি: নিজেদের অধিকার সম্পর্কে ভোক্তাদের সচেতন হতে হবে বলে জানিয়েছেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম।
তিনি বলেন , শুধু আইন প্রয়োগ করে পণ্যের ভেজাল রোধ বা ক্রেতা ঠকানো বন্ধ করা সম্ভব নয়। নিজেদের অধিকার সম্পর্কে ভোক্তাদের সচেতন হতে হবে। একই সঙ্গে ব্যবসায়ী-বিক্রেতা এবং উৎপাদনকারীদেরও সচেতন করতে হবে।
রবিবার সকালে কুষ্টিয়া জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অধিকতর প্রচারের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভোক্তা-অধিকার বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। কুষ্টিয়া জেলা প্রশাসন এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুষ্টিয়ার যৌথ আয়োজনে অনুষ্ঠিতসেমিনারে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছাঃ নাসরিন বানু।
সেমিনারে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সুশান্ত কুমার প্রমানিক, সহকারী পরিচালক বিষ্ণু পদ সাহা, বিএডিসি’র যুগ্ম পরিচালক (সার) মোঃ সেলিম হায়দার, জেলা বীজ প্রত্যয়ন অফিসার রঞ্জন কুমার প্রামাণিক, বিএডিসি’র উপপরিচালক (বীজ) মোঃ আঃ রহমান, জেলা মৎস্য অফিসার নৃপেন্দ্রনাথ বিশ্বাস, ফার্টিলাইজার এসোসিয়েশনের সভাপতি অজয় সুরেখা,
বিএডিসি বীজ ও সার’র সভাপতি ফখরুল ইসলাম সিদ্দিক, কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি মোকারম হোসেন মোয়াজ্জেমসহ সংশ্লিষ্টরা।
সেমিনারে ভোক্তা-অধিকার সংরক্ষন আইন, ২০০৯ এবং ভোক্তা-অধিকার সংরক্ষণ (প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ) বিধিমালা, ২০২০ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এর মাধ্যমে তুলে ধরেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুষ্টিয়ার সহকারী পরিচালক সুচন্দন মন্ডল।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post