খালিদ সাইফুলঃ কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রদলের আহবায়ক আব্দুল কাদের ও মারুফ হোসেন পিয়ায় কে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক “মােজাক্কির রহমান রাব্বি” এবং সদস্য সচিব“খন্দকার তসলিম উদ্দীন নিশাত” ২৭/০২/২০১২ইং তারিখে কুষ্টিয়া জেলা ছাত্রদলের অন্তর্গত ৫(পাঁচ) টি ইউনিট কমিটি অনুমােদন দেওয়া হয়।১। কুষ্টিয়া শহর শাখা ২। কুষ্টিয়া পলিটেকনিক ইন্সটিটিউট শাখা ৩। মিরপুর উপজেলা শাখা ৪। মিরপুর পৌর শাখা ৫। আমলা সরকারী কলেজ শাখা।
আহবায়ক আব্দুল কাদের, মারুফ হোসেন পিয়াস সদস্য সচিব, মােঃ ওয়ালিদ যুগ্ম আহবায়ক, মােঃ নাহিদুল ইসলাম যুগ্ম আহবায়ক, মােঃ মুন মাশরাফি যুগ্ম আহবায়ক, মােঃ রাসেল আহম্মেদ যুগ্ম আহবায়ক, মাহমুদুল হাসান নাঈম যুগ্ম আহবায়ক, আবু সাইদ যুগ্ম আহবায়ক, মােহাম্মদ সিফাত উল্লাহ যুগ্ম আহবায়ক, ফারহান ইসলাম যুগ্ম আহবায়ক, মােঃ শোয়েব আক্তার যুগ্ম আহবায়ক, মােঃ নাদিরুল ইসলাম আয়ন যুগ্ম আহবায়ক,মােঃ রাইসুল ইসলাম হৃদয় সদস্য, মােঃ মামুন আহম্মেদ সদস্য, মােঃ তাজ উদ্দীন সদস্য, আতিকুর রহমান সদস্য, মােঃ রাতুল হাসান শিমুল সদস্য, মােঃ তুহিন শেখ সদস্য, মেহেরাজ ইসলাম মিদুল সদস্য, তানভীর ইসলাম জীবন সদস্য।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post