আহ্বায়ক তুষার ॥ সচিব ছাব্বির
কুষ্টিয়ার মিরপুর উপজেলা ছাত্রদলের ২১ সদস্য আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। রোববার (২৭ ফেব্রুয়ারী) জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বি ও সদস্য সচিব খন্দকার তাসনিম উদ্দিন নিশাত স্বাক্ষরিত এ কমিটি অনুমোদন করা হয়। কমিটিতে আতিকুর রহমান তুষারকে আহ্বায়ক ও ছাব্বির আহাম্মদকে সদস্য সচিব করা হয়।


এছাড়াও যুগ্ম-আহ্বায়ক কৌশিক আহম্মেদ, ফরিদুল ইসলাম, নিশান মল্লিক, শাওন গাজী, সাব্বির হোসেন, মুশফিকুর রহমান সজল, হাসানুর রহমান, ফিরোজ আহমেদ নাঈম। সদস্য করা হয়েছে আনিছুর রহমান অনিক, আশরাফুল ইসলাম, আরিফুল ইসলাম, আমির হামজা, মাহমুদুল হাসান তীব্র, সোহান ইসলাম হৃদয়, সাকিবুল ইসলাম, শমীরুল ইসলাম, মাসুদ রানা, সেজান মাহমুদ মিথুন, ছামিউল বাছিদ। এছাড়াও রোকনুজ্জামান রিন্টুকে আহ্বায়ক ও ইমতিয়াজ আহম্মেদ শিশিরকে সদস্য সচিব করে পৌর ছাত্রদলের ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যরা হলেন যুগ্ম-আহ্বায়ক মনিরুল ইসলাম, আমিনুল ইসলাম, নাছিম মন্ডল, সোহানুর রহমান রিয়ন, রুবেল ইসলাম, সদস্য আল মামুন সাহেব, জুয়েল আলী, রাজু আহাম্মেদ, সাহেদ আহম্মেদ। অন্যদিকে শৈশব আহম্মেদ ইমনকে আহ্বায়ক ও সাজিদ আহম্মেদ শান্তকে সদস্য সচিব করে আমলা সরকারি কলেজ শাখা ছাত্রদলের ৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যরা হলেন যুগ্ম-আহ্বায়ক মামুনুর রশিদ মামুন, সদস্য নাঈম আলী, আশিকুল ইসলাম, নিশান বিশ্বাস, আশিক আহম্মেদ।
গতকাল সোমবার বিকেলে নবগঠিত কমিটির উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতিকুর রহমান তুষার ও সদস্য সচিব ছাব্বির আহাম্মদের নেতৃত্ব মিরপুর বাসষ্ট্যান্ড বাজার থেকে এক আনন্দ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এ সময়ে উপস্থিত ছিলেন পৌর ছাত্রদলের আহ্বায়ক রোকনুজ্জামান রিন্টু ও আমলা সরকারি কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব সাজিদ আহম্মেদ শান্ত প্রমুখ।
এবি//দৈনিক দেশতথ্য//১ মার্চ,২০২২//

Discussion about this post