বকুল চৌধুরী, কুষ্টিয়া: কুষ্টিয়ায় আমন চাউল সংগ্রহ অভিযান ২০২১-২০২২ সালে সরকারী ভাবে আমন চাউল ২৮ হাজার ১শ ৫২দশমিক ৪৫০ মেট্রিক টন ক্রয় লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে এবং শতভাগ সংগ্রহ অভিযান অর্জিত হয়েছে। মিলারদের নিকট হতে সরকার প্রতিকেজি ৪০ টাকা দরে চাউল ক্রয় করছে। এর মধ্যে কুষ্টিয়া সদর খাদ্যগুদামে ১৩হাজার ৬শ ৬৭দশমিক৭৩০ মেট্রিক টন চাল, জগতী খাদ্যগুদামে ১১হাজার ৮শ ৪৮দশমিক ৮০০ মেট্রিক টন চাল,কুমারখালী খাদ্যগুদামে ৫শ ৮০দশমিক৯৮০ মেট্রিক টন চাল, খোকসা খাদ্যগুদামে ৮৮দশমিক৯৮০ মেট্রিক টন চাল, মিরপুর খাদ্যগুদামে ৫ শ ৪৪দশমিক ৫৩০ মেট্রিক টন চাল,ভেড়ামাড়া খাদ্যগুদামে ৬৯ মেট্রিক টন চাল, দৌলতপুর খাদ্যগুদামে ৭শ ৭১ দশমিক ৯৬০ মেট্রিক টন চাল ,হালসা খাদ্যগুদামে ৫শ ৮০দশমিক৪৭০ মেট্রিক টন চাল ক্রয় করা হয়েছে ।আমন চাউল জেলায় ৮ টি সরকারি খাদ্যগুদামে মিলারদের নিকট থেকে ক্রয় করা হচ্ছে । গত ১১ই নভেম্বর ২০২১ মিলারদের নিকট হতে চাল সংগ্রহ শুরু হয়ে গতকাল ২৮ শে ফেব্রুয়ারী ২০২২ পর্যন্ত চাউল সংগ্রহ করা হয়েছে ।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post