কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারায় মোবাইল কোর্টে জরিমানা করা হয়েছে।
১ মার্চ সহকারী কমিশনার (ভূমি) রেকসোনা খাতুন এর নের্তৃত্বে ভেড়ামারা উপজেলায় সড়ক পরিবহন আইন, ২০১৮ এর বিভিন্ন ধারা অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ও রুট পারমিট ভঙ্গ করে গ্রামের ভেতরের ছোট রাস্তা দিয়ে যাত্রীবাহী গণপরিবহন চলাচল করে জনদুর্ভোগ সৃষ্টি করার অপরাধে ০৫ টি মামলায় মোট ৭৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ অভিযান পরিচালনায় ভেড়ামারা থানার এএসআই শহিদুল ইসলাম ও আনসার সদস্যরা সহযোগিতা করেন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post