ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার চেয়ারম্যান মঞ্জুর রাশেদকে পুলিশের সামনে পিটিয়ে আহতের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুরে হরিনাকুন্ডু উপজেলার পরিষদের ভিতরে এ ঘটনা ঘটে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হরিনাকুন্ডু উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে। এঘটনার পর থেকে হরিনাকুন্ডুতে থমথমে অবস্থা বিরাজ করছে। মঞ্জুর রাশেদ হরিনাকুন্ডু উপজেলার ৩ নং তাহেরহুদা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান।
জানা যায়, আগামী ১৯ মার্চ হরিনাকুন্ডু উপজেলার ধুলিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। সে মোতাবেক গত ২৮ ফেব্রুয়ারি নির্বাচনি তফসিল ঘোষণা করা হয়।
বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত মনোনয়ন ফরম কেনার শেষ দিন ছিল। এসময় বর্তমান চেয়ারম্যান মঞ্জুর রাশেদ জানতে পারে সাবেক চেয়ারম্যান মঞ্জুর আলম মনজেরের সমর্থকরা অন্য প্রর্থীদের ফরম কিনতে বাধা দিচ্ছে। এমন খবর পেয়ে বর্তমান চেয়ারম্যান মঞ্জুর রাশেদ প্রতিবাদ করে। সেসময় মনজেরের সমর্থকরা তার সাথে বাকবিতন্ডা হয়। এক পর্ষায়ে তারা মঞ্জুর রাশেদকে দেশিয় অস্ত্র ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে।
অভিযুক্ত সাবেক চেয়ারম্যান মঞ্জুর আলম মনজেরের সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
হরিনাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম মোল্লা বলেন, ঘটনার সময় পাশে পুলিশ ছিল। মঞ্জুর রাশেদকে কিলঘুষি মারছে। এটা একটা দুঃখজনক ঘটনা। লিখিত আভিযোগ পেলে মামলা নেওয়া হবে।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post