মীর আনোয়ার হোসেন টুটুল
আপিল বিভাগ ও হাইকোর্ট ডিভিশন বিভাগের আটজন বিচারপতি আজ শুক্রবার (৪ মার্চ) টাঙ্গাইলের মির্জাপুরে আর্তমানবতার সেবায় প্রতিষ্ঠিত কুমুদিনী হাসপাতাল এবং কুমুদিনী কমপ্লেক্্র পরিদর্শন করেছেন। বিচারপতিগন হলেন, আপিল বিভাগের বিচারপতি মো. ওবায়দুল হাসান, বিচারপতি এম এনায়েতুর রহিম, বিচারপতি মিসেস কৃষ্ণা দেবনাথ, হাইকোর্ট ডিভিশন বিভাগের বিচারপতি মিসেস নাইমা হায়দার, বিচারপতি মো. রুহুল কুদ্দুছ, বিচারপতি মো. ইকবাল কবির, বিচারপতি মো. মাহমুদুল হাসান তালুকদার, বিচারপতি মো. খায়রুল আলম এবং টাঙ্গাইলের জেলা ও দায়রা জজ ফাহমিদা কাদির।
কুমুদিনী হাসপাতালের এজিএম (অপারেশন) অনিমেশ ভৌমিক লিটন জানান, বিচারপতিগন সকাল দশটায় কুমুদিনী কমপ্লেক্্ের এসে পৌছালে কুমুদিনী পরিবারের সদস্যগন তাদের ফুলেল শুভেচ্ছা জানান। লাইব্রেরী মিলনায়তনে চা চক্রের পর বিচারপতিগন ও তাদের পরিবারের সদস্যরা কুমুদিনী হাসপাতাল, নারী শিক্ষা প্রতিষ্ঠান ভারতেশ^রী হোমস, কুমুদিনী নার্সিং স্কুল ও কলেজ, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ, শহীদ দানবীর রণদা প্রসাদা সাহার পৈতিক বাড়ি মির্জাপুর গ্রাম এবং কুমুদিনী কমপ্লেক্্েরর বিভিন্ন সেবাধর্মী প্রতিষ্ঠান পরিদর্শন করে ভুয়সী প্রশংসা করেন।
এ সময় কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট্র অব বেঙ্গল (বিডি) লি. এর নির্বাহী পরিচারক (এমডি) রাজিব প্রসাদ সাহা, শিক্ষা পরিচালক একুশে পদক প্রাপ্ত সাবেক অধ্যক্ষ মিস প্রতিভা মুৎসুদ্দি, পরিচালক শ্রীমতি সাহা, সম্পা সাহা, ব্যারিষ্টার রেহান হোসেন, মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান, এসিল্যান্ড মীর্জা জুবায়ের হোসেন, ওসি (তদন্ত) মো. গিয়াস উদ্দিন, কুমদিনী নার্সিং কলেজের প্রিন্সিপাল সিস্টার রীনা ক্রুস, ভাইস প্রিন্সিপাল মিসেস শেফালী সরকার, মেট্রন সিস্টার দিপালী পেরেরা, কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায়, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর এম এ হালিম ও ভারতেশ^রী হোমসের প্রিন্সিপাল ত্রয়ী বড়–য়া প্রমুখ উপস্থিত।

Discussion about this post