নাকে তেল মেরে ঘুমাচ্ছেন কুষ্টিয়ার পানি উন্নয়ন বোর্ড
দেশতথ্য কুষ্টিয়া ডেস্ক: চার দিন পার হয়ে গেল রবীন্দ্র কুঠিবাড়ী রক্ষা বাঁধ ধ্বসে যেতে শুরু করেছে। কুষ্টিয়ার পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা নাকে তেল মেরে ঘুমাচ্ছেন।
খুব বেশি দিনের কথঅ নয় ২০১৮ সালে ২০০ কোটি টাকা ব্যায়ে “শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ি সংরক্ষন বাঁধ নির্মাণ করা হয়েছিল। প্রকল্পটির তদারকীতে ছিলেন কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ড। ওই প্রকল্পের দুই বড় কর্তার তদারকীতে বাঁধটি নির্মাণ করা হয়েছিল। তারা জনস্বার্থকে ছোট করে নিজের পকেট ভরেছিলেন। যার ফলে ২০১৮ সালের ৩ সেপ্টেম্বর থেকে ওই বাঁধে ধ্বস নামতে শুরু করে। সে সময়ে বাঁধের প্রায় ১০০ মিটার বিলীন হয়ে যায়।
এবার আবার শুকনা মৌসুমে এই ভাঙনে হুমকির মুখে পড়েছে শিলাইদহ কুঠিবাড়ি সহ আসপাশের বিশাল জনপদ। ইতোমধ্যেই শিলাইদহের কোমরকান্দী গ্রামে বাঁধ শুরু হওয়ার পর পূর্ব দিকে ৩০০ মিটার পরে আনুমানিক ৬৫ মিটার এখন পর্যন্ত ভেঙেছে। এতে আতংকিত হয়ে পড়েছে স্থানিয় মানুষ। ভাঙন শুরু হওয়ার চার দিন পার হয়ে গেলেও পানি উন্নয়ন বোর্ড বা সংস্লিষ্ঠ কতৃপক্ষের কোন হেলদোল দেখা যাচ্ছেনা বলে স্থানীয়রা জানিয়েছেন।
এদিকে এই ব্যাপারে একাধিকবার পানিউন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবছার উদ্দিনের বক্তব্য নেওয়ার জন্য তার মো্বাইল ফোনে কল দিয়ে কোন সাড়া পাওয়া যায়নি। তার অফিসে গিয়েও তাঁকে পাওয়া যায়নি। তবে জানা গেছে তিনি সরকারী তেল ভরে সরকারী গাড়ি নিয়ে প্রতি সপ্তাহেই এমনভাবে লাপাত্তা হয়ে যান।
কুষ্টিয়া কুমারখারী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল টেলিফোনে জানান “প্রশাসনের পক্ষ থেকে পানি উন্নয়ন বোর্ড সহ সংস্কৃতি মন্ত্রনালয় সহ বিভিন্ন যায়গায় চিঠি প্রেরন করা হয়েছে। তবে দৃশ্যমান কোন কাজ পানিউন্নয়নয় বোর্ড এখনও শুরু করেনি।
অন্যদিকে কুষ্টিয়া শিলাইদহ কুঠিবাড়ির কাষ্টোডিয়ান মখলেসুর রহমান টেলিফোনে জানান এটা আমাদের নয়, এ্টা পানি উন্নয়ন বোর্ডের ব্যাপার। তারপরও আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেছি। এদিকে প্রকল্পটি নিয়ে শুরু থেকে অভিযোগ করে আসছিলেন জনপ্রতিনিধি ও স্থানীয় বাসিন্দারা।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post