ঝিনাইদহ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির নেতবৃন্দকে ঝিনাইদহে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার সকালে শহরের এইচ এস এস সড়কের জেলা বিএনপির কার্যালয়ে এ সংবর্ধন অনুষ্ঠানের আয়োজন করে জেলা কৃষক দল।
জেলা কৃষক দলের আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম বাদশা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. এম এ মজিদ। বিশেষ অতিথি ছিলেন কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক হাজী মোজাম্মেল হক মিন্টু সওদাগার, নির্বাহী সদস্য মঈন উদ্দিন। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে কৃষক দলের কেন্দ্রীয় কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে আনোয়ারুল ইসলাম বাদশা, সহ-সাধারণ সম্পাদক ওসমান আলী বিশ্বাস, ইঞ্জিনিয়ার মোমিনুর রহমান ও নির্বাহী সদস্য পদে এ কে এম হারুন অর রশিদ মোল্যা নির্বাচিত হওয়ায় ক্রেস্ট ও ফুলের তোড়া দিয়ে সম্মাননা প্রদাণ করা হয়।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post