কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় ডিবির অভিযানে ২৫ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (৪মার্চ) দুপুর ১২ টায় কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মোঃ খাইরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। আটককৃত মাদক ব্যাবসায়ী কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার বৈদ্যনাথ তলা এলাকার মোঃ শফিকুল ইসলামের ছেলে মোঃ অন্তর আলী (২০) ।
এসপি মোঃ খাইরুল আলম জানান, গত ৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুর ২ টার তার নির্দেশে জেলা ডিবি পুলিশ কুষ্টিয়ার দৌলতপুর এলাকায় মাদক ও অস্ত্র উদ্ধারে অভিযান চালায়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুরের তারাগুনিয়া গ্রামের ২৫ বোতল ফেন্সিডিল সহ মাদক ব্যাবসায়ী অন্তর আলীকে গ্রেফতার করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী ১টি পিস্তল, ৪ রাউন্ড গুলি ও ১ টি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।
এসপি খাইরুল আলম জানান, আটক মাদক ব্যাবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে প্রেরন করা হলে আদালত মাদক ব্যাবসায়ী অন্তর আলীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post