কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া জেলার ভেড়ামারা পৌরসভা এলাকার কাচারী পাড়ার মৃত ডাক্তার রিয়াজ উদ্দীনের তৃতীয় ছেলে সাংবাদিক রাইসুল ইসলাম আসাদ (৫৫) গত ভোর রাত ৫ই মার্চ রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। (ইন্নালল্লিাহি ওয়া ইন্না ইলাইহি রাজউিন) ।
উল্লেখ্য, গত শুক্রবার দুপুরে আসাদ নিজ বাসভবনে ভীষণ অসুস্থ হয়ে পড়লে সঙ্গে সঙ্গে তাকে এ্যাম্বুলেন্স যোগে নেয়া হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ভোর রাত সাড়ে ৩টার সময় সে মৃত্যুবরণ করেন ।
সাংবাদিক রাইসুল ইসলাম আসাদ এর মৃত্যুতে তার পরিবারসহ সাংবাদিকরা গভীরভাবে র্মমাহত ও শোকাহত। মরহুমের শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তাঁর বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেছেন কুষ্টিয়া সাংবাদিক মহল।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post