মীর আনোয়ার হোসেন টুটুল
টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য-এই প্রতিপাদ্য নিয়ে আজ মঙ্গলবার (৮ মার্চ) আর্ন্তজাতিক নারী দিবস টাঙ্গাইলের মির্জাপুরে পালিত হয়েছে। অনুষ্ঠানের মধ্যে ছিল র্যালি ও আলোচনা সভা।
সকাল দশটায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে মুক্তির মঞ্চের সামনে থেকে একটি র্যালি বের হয়ে আশপাশের এলাকা প্রদক্ষিন করে উপজেলা পরিষদ চত্তরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু। উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা আওয়ামীলীগের সাদারন সম্পাদক মীর শরফি মাহমুদ, পৌরসভার মেয়র সালমা আক্তার শিমুল, উপজেরা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম ও মীর্জা শামীমা আক্তার শিফা এবং মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানা প্রমুখ।

Discussion about this post