হেলাল উদ্দিন দৌলতপুর (কুষ্টিয়া): কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন হয়েছে। মঙ্গলবার অভিভাবকদের স্বতঃস্ফূর্ত ভোটদানের মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে এ নির্বাচন।
মঙ্গলবার (৮মার্চ ২০২২ ইং) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে।
এতে ৫৩৪ভোটের মধ্যে ৪১৪জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোট গণনা শেষে বিকেল ৫টায় ফলাফল ঘোষণা করেন, দৌলতপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও প্রিজাইডিং অফিসার সর্দার আবু সালেক।
এতে সাধারণ সদস্য পদে নির্বাচিত হয়েছেন, (প্রথম- ২০৩ভোট), মো.ফজলুর রহমান (দ্বিতীয়-২০০ ভোট),কে এম মিজানুর শামীম (তৃতীয়- ১৯২ভোট), মো.গোলাম নবী (৪র্থ-১৯১ ভোট) মো. মনিরুজ্জামান ও সংরক্ষিত মহিলা সদস্য (১ম-২০০ভোট) মোছা. হোসনেয়ারা বেগম।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post