আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে “টেকসই আগামির জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশসহ সারা বিশ্বে এই দিনটি পালিত হচ্ছে। তারি ধারাবাহিকতায় ৮ই মার্চ ২০২২ তারিখে ফেয়ার এর আয়োজনে কুষ্টিয়ার আফসার উদ্দিন গার্লস্ ফাজিল মাদ্রাসার হল রুমে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
ফেয়ার‘র ভাইসচেয়ারম্যান তাজনিহর বেগম তাজ এর সভাপত্বিতে প্রধান অতিথি ছিলেন আফসার উদ্দিন গার্লস্ ফাজিল মাদরাসার অধ্যক্ষ ড. হাফেজ আব্দুল করিম। বিশেষ অতিথি ছিলেন ফেয়ার এর অন্যতম সদস্য ও কলকাকলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেব-উন- নিসা ও ফেয়ার এর ভাইসচেয়ারম্যান ওবাইদুর রহমান।
অনুষ্ঠানের শুরুতে ফেয়ার এর পরিচালক দেওয়ান আখতারুজ্জামান নারী দিবসের প্রতিপদ্য বিষয়সহ তাৎপর্য তুলে ধরেন। সভায় প্রধান অতিথি অধ্যক্ষ ড. হাফেজ আব্দুল করিম তার বক্তব্যে বলেন “নারীদের বাদ দিয়ে কোন জাতি উন্নতি করতে পারেনি আর পারবেও না। নারীদের প্রাপ্য সম্মান দিয়ে এক সাথে কাধে কাধ মিলিয়ে দেশ ও জাতীর উন্নতি করতে হবে” ।
ফেয়ার‘র প্রকল্প সমন্বয়করী কে এম হারিসুল আলম এর উপস্থপনায় সহযোগিতা করেন মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল রেজাউল করিম, ফেয়ার‘র প্রকল্প কর্মকর্তা কৌশিক অহম্মেদ শাওন ও প্রকল্প কর্মকর্তা খন্দকার লীনা আকতার।
এবি//দৈনিক দেশতথ্য//মার্চ ০৮,২০২২//

Discussion about this post