সাথী,রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকালে বালিয়াকান্দি সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উদ্যাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিবুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসরিন সুলতানা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, ফায়ার সার্ভিস ডিফেন্সের কর্মকর্তা শাহেদ সরাফত আলী প্রমূখ। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে দূর্যোগ মোকাবেলায় করণীয় বিভিন্ন বিষয় মহড়া প্রদর্শন করেন বালিয়াকান্দি ফায়ার সার্ভিস ডিফেন্সের একটি ইউনিট দল।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post