রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর বালিয়াকান্দি সরকারি কলেজের আয়োজনে গতকাল শনিবার সকালে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদ্যাপন উপলক্ষে যুদ্ধকালীণ স্মৃতিচারণ, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার বালিয়াকান্দি সরকারি কলেজ প্রঙ্গণে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অমরেশ চন্দ্র রায়ের সভাপতিত্বে ও প্রভাষক রাকিবুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা হাসিবুল হাসান, ভূ-গোল বিভাগের প্রধান প্রভাষক আলিম-আল-রাজি, প্রভাষক মকবুল হোসেন, ব্যাবস্থাপনা বিভাগের প্রভাষক সাইফুল ইসলাম, রাষ্ট্রোবিজ্ঞান বিভাগের প্রভাষক আতিয়ার রহমান, ইংরেজি বিভাগের প্রভাষক আব্দুল রাজ্জাক খান প্রমুখ। মুক্তিযুদ্ধের ও স্বাধীনাতার উপর বাস্তব ভিত্তিক দিক নির্দেশনা তুলে ধরেন বীর মুক্তিযোদ্ধা খায়রুল বাশার বাচ্ছু। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় কলেজের সকল শিক্ষক শিক্ষিকা,কর্মচারীগণ ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post