নিজস্ব প্রতিবেদক : শনিবার ১২ মার্চ দুপুর ১ টার সময় কুষ্টিয়া জেলা স্কুল মাঠ প্রাঙ্গনে কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে কুষ্টিয়া জেলা শিক্ষা অফিসের সার্বিক সহযোগিতায় এবং বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্ত্বাবধায়নে তিন দিনব্যাপী জেলা পর্যায়ে ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২২ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সফল ভাবে সম্পন্ন হয়েছে ।
”বিজ্ঞান, প্রযুক্তি ও নৈতিকতা, একসূত্রে গাঁথা” প্রতিপাদ্যকে লক্ষ হিসাবে নিয়ে কুষ্টিয়ার ৬টি উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্র ছাত্রীরা জুনিয়র ও সিনিয়র দুইটি বিভাবে বিভক্ত হয়ে পৃথক ভাবে তাদের নিজস্ব উদ্ভাবিত বিভিন্ন প্রযুক্তি এবং প্রযুক্তিগত পন্য গত তিন দিন প্রদর্শন করেন এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শেষে জেলা প্রশাসক বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন । উক্ত সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা ও আইসিটি) মোছাঃ শারমিন আখতার’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা অফিসার মোঃ জায়েদুর রহমার, কুষ্টিয়া জেলা স্কুলের প্রধান শিক্ষক এফতে খাইরুল ইসলাম এবং কুষ্টিয়া কলকালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জেবু উন নিসা সবুজ এবং কুষ্টিয়া সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মেজাম্মেল হক।
এছাড়াও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ( রেকর্ডরুম শাখা, শিক্ষা ও কল্যাণ শাখা এবংগোপনীয় শাখা) আহমেদ সাদাত, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ট্রেজারী ও স্ট্যাম্প শাখা ও নেজারত ডেপুটি কালেক্টর, এনডিসি) মোঃ সবুজ হাসান, জেলা প্রশাসক কর্যালয়ের প্রোগ্রামার আলীমুজ্জামান সহ কুষ্টিয়ার ৬টি উপজেলা থেকে আগত বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক এবং শিক্ষার্থী বৃন্দ ।
উক্ত সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আখতার বলেন, আমাদের প্রধান অতিথি (জেলা প্রশাসক) মহোদয় অনেক দিক নির্দেশনা মূলক এবং আশা ব্যঞ্জক বক্তব্য দিয়েছেন । আমরা প্রত্যাশা রাখবো তোমদের কাছে, তোমরা সবাই স্যারের কথা গুলোকে অনুসরণ করে সামনের দিকে এগিয়ে যাবে । অনুষ্ঠানটি সফল করার সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন ।প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, আমি মনে করি এটি মাত্র শুরু । এখান থেকে আমাদের ছাত্র ছাত্রীর মাঝে আরো বেশি অনুপ্রেরণা সৃষ্টি হবে । যারা বিভিন্ন প্রকল্পের জন্য মনোনিবেশ করেন তাদের বিভিন্ন জ্ঞান এবং প্রযুক্তির যে আদান প্রদান তাদেরকে আরো বেশী অনুপ্রানিত, শানিত এবং আরো আগ্রহী করে তোলে ।
তিনি আরো বলেন, ভবিষ্যতে শিক্ষার্থীদের আবিস্কার বা আইডিয়া আমাদের জাতীয় জীবনের অর্থনৈতিক উন্নয়নে এবং জাতীয় জীবনে অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখবে ।
জেলা প্রশাসক আরো বলেন, ৪৩তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ’র যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটাকে ধারণ করে, আমরা একটি বিজ্ঞান মনষ্ক জাতি হিসাবে গড়ে উঠার ক্ষেত্রে যা যা করনীয় সেগুলো আমরা করবো ।
অনুষ্ঠান শেষে ৪৩তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ’র অংশ গ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সম্মাননা স্মরক (সার্টিফিকেট) তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম । এছাড়াও অংশগ্রণকারী সকল শিক্ষার্থীদের মাঝে শান্তনা পুরস্কার হিসাবে ক্রেষ্ট প্রদান করেন ।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post