স্টাফ রিপোর্টার:
টিসিবির ট্রাক গ্রাম পর্যায়েও নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
রোববার (১৩ মার্চ) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে সরকারের শীর্ষ পর্যায়ের জরুরি বৈঠক শেষে এ তথ্য জানান তিনি।
মন্ত্রী বলেন, ‘রমজানে নিত্যপণ্যর মূল্য সহনীয় রাখতে ওএমএস কার্যক্রম বাড়ানো হবে। আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম বাড়ায় দেশের বাজারে প্রভাব পড়েছে।’
তিনি আরও বলেন, ‘রমজানে ইলেকট্রিক সাপ্লাই সঠিক রাখতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কারণ ডিজেল এর ঘাটতি হতে পারে, গ্যাস এর ঘাটতি হতে পারে।’
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে উক্ত বৈঠকে কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ উপস্থিত ছিলেন।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post