শাহীন আহমেদ, কুড়িগ্রাম: কুড়িগ্রাম প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক স্থানীয় সাপ্তাহিক কুড়িগ্রাম বার্তার প্রকাশক ও সম্পাদক এবং দি ফিন্যানশিয়াল এক্সপ্রেস ও ভোরের কাগজের জেলা প্রতিনিধি এ বি সিদ্দিক মারা গেছেন (ইন্নালিলস্নাহি……রাজিউন)।
রবিবার রাত পৌনে বারোটায় ঢাকা পিজি হাসপাতালে চিকিৎস্যাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬২ বছর। তিনি মা, ভাই-বোন, স্ত্রী, দুই পুত্র সন্তান, এক কন্যা সন্তান, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। সোমবার তার প্রথম নামাজে জানাযা দুপুর ২টায় কুড়িগ্রামস্থ চড়ুয়া পাড়ায় অনুষ্ঠিত হয়।
পরে তার প্রিয় সংগঠন কুড়িগ্রাম প্রেসক্লাবে চত্ত্বরে দ্বিতীয় নামাজে
জানাযা ও শ্রদ্ধা নিবেদন করা হয়। ফুল দিয়ে এ সময় শ্রদ্ধা জানান কুড়িগ্রাম
প্রেসক্লাব, সাংবাদিক সমিতি, কুড়িগ্রাম জেলা শাখা, জেলা ক্রীড়া সংস্থা,
জেলা শিল্পকলা একাডেমি, তরুন লেখক ফোরাম, উলিপুর ডট কম পরিবার। তার মৃত্যুতে শোক জানান জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ চেয়ারম্যান, কুড়িগ্রাম পৌরসভার মেয়র, চিলমারী প্রেসক্লাব, ফুলবাড়ী প্রেসক্লাব, নাগেশ্বরী প্রেসক্লাব, ভূরম্নঙ্গামারী প্রেসক্লাব, উলিপুর প্রেসক্লাব, প্রেসক্লাব রাজারহাট, ও কুড়িগ্রাম প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।
এরপর কুড়িগ্রামের চিলামারী উপজেলায় জোড়গাছ মন্ডলপাড়া গ্রামে তার তৃতীয় নামাজে জানাযা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post