চাল, ডাল, তেল, গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং টিসিবি’র মাধ্যমে সহনীয় মূল্যে গ্রাম-শহর পর্বত্র জনসাধারণের মাঝে পণ্য সরবরাহের দাবিতে বিক্ষোভ সমাবেশে করেছে কুষ্টিয়া জেলা মহিলা দল।
সোমবার বিকেলে কুষ্টিয়া জেলা বিএনপির কার্যালয়ের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন।
বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা মহিলা দলের সভাপতি কুমকুম রহমান। বিশেষ অতিথি ছিলেন ছিলেন, কুষ্টিয়া জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির আহ্বায়ক বশিরুল আলম চাঁদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. শামিম উল হাসান অপু, যুব বিষয়ক সম্পাদক মেজবাউর রহমান পিন্টু, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মোকাররম হোসেন।
অনুষ্ঠান পরিচালনা করেন রোজি খান। এছাড়াও উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা মহিলা দল সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
এবি/দৈনিক দেশতথ্য//মার্চ ১৩, ২০২২//

Discussion about this post