ভ্রাম্যমাণ আদালত সোমবার (১৪ মার্চ) দুপুরে মেলান্দহ বাজারের মেসার্স তপু এন্টারপ্রাইজ ও জননী এন্টারপ্রাইজে অভিযান পরিচালনা করেছে।
এসময় মেসার্স তপু এন্টারপ্রাইজ এর গোডাউনে ৫৬হাজার লিটার তেল মজুদ থাকায় ২০হাজার ও জননী তেল ভান্ডার এর গোডাউনে ২৫হাজার ৫০০ লিটার তেল মজুদ থাকায় ১০হাজার টাকা জরিমানা করা হয়।
জননী তেল ভান্ডার এর মালিক সিরাজুল ইসলাম অভিযোগ করে বলেন, আমাদের কাছে ১২ড্রাম তেল আছে যেখানে আমাদের দৈনিক তেল বিক্রি হয় ৫০থেকে ৬০ড্রাম। আমাদের ৩দিনের তেলও নাই। অতএব আমাদের অন্যায় আমরা তেল বিক্রি করছি। আমাদের সরকার একটা নিয়ম করে দেইক আমরা কয় ড্রাম তেল রাখতে পারবো।

সহকারি কমিশনার (ভূমি) সিরাজুল ইসলাম বলেন, মেলান্দহ বাজার মের্সাস তপু এন্টারপ্রাইজ নামের ওই দোকানে ৩৭৩ টি ড্রামে ৫৬ হাজার লিটার সয়াবিন তেল ছিল। খুচরা বিক্রেতাদের কাছে পাইকারি বিক্রয়ের কোন রশিদ দোকানির কাছে ছিল না। এই অপরাধে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, জননী তেল ভান্ডার নামে অন্য আরেকটি দোকানে ১২৫ টি ড্রামে ২৫ হাজার ৫০০ লিটার সয়াবিন তেল ছিল। একই অপরাধে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এবি/দৈনিক দেশতথ্য//মার্চ ১৩, ২০২২//

Discussion about this post