রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর নবাগত জেলা প্রশাসক আবু কায়সার খানের সাথে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশিল সমাজের সাথে পরিচিতি ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিবুল হাসানের সভাপতিত্বে পরিচিতি ও মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজবাড়ীর নবাগত জেলা প্রশাসক আবু কায়সার খান। বিশেষ অতিথির বক্তব্য রাখের উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মক্তিযোদ্ধা আব্দুল হান্নান মাষ্টার প্রমুখ। এ সময় সাতটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, শিক্ষকবৃন্দ, সুশিল সমাজ ও সুধীজনেরা উপস্থিত ছিলেন।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post