কুরআন সুন্নাহর আলোকে ধর্মীয় অনুশাসন কায়েমের মাধ্যমে দেশ ও সমাজকে এগিয়ে নেয়ার জন্য সরকারের প্রতি উদাত্ত আহবান জানানোর মাধ্যমে সুনামগঞ্জে ইমাম মুয়াযযিন পরিষদের উদ্যোগে এক বিশাল ইসলামী মহা সম্মেলন সম্পন্ন হয়েছে। ১৪ মার্চ সোমবার দুপুর থেকে দিবাগত রাত ১২টা পর্যন্ত শহরের পুরাতন বাসস্টেশনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন শায়খুল হাদিস আল্লামা নুরুল ইসলাম খান সাহেব দরগাহপুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী,মাওলানা আব্দুল বাসিত খান সিরাজগঞ্জী, মাওলানা আবু সালেহ সাদী হবিগঞ্জ, শায়খ মাওলানা লোকমান সাদী ঢাকা।
ইমাম মুয়াযযিন পরিষদ সুনামগঞ্জের সভাপতি মাওলানা মুজিবুর রহমান, সহ-সভাপতি মাওলানা আবু সাঈদ ও মাওলানা নুরুজ্জামান আলমগীরের সভাপতিত্বে পৃথক ৩টি অধিবেশনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জাউয়াবাজার মাদ্রাসার শিক্ষক মুফতি শায়খ আব্দুস সোবহান, মুফতি মাওলানা শফিকুল আহাদ সাকিতপুরী,দোহালিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা শায়খ ফজলুল করিম, জামতলা জামে মসজিদের খতিব মাওলানা শায়খ সাজিদুর রহমান, সৈয়দপুর মাদ্রাসার শিক্ষক মাওলানা শায়খ সৈয়দ ফখরুল ইসলাম, তেঘরিয়া মাদ্রাসার মুহতমীম শায়খ মাওলানা তাফাজ্জুল হক আজিজ, সাচনা বাজার মাদ্রাসার মুহতমীম মাওলানা আজিজুল হক, মুসলিমপুর মাদ্রাসার পরিচালক মাওলানা মুফতি আজিজুল হক, কাপরুপদলং মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শায়খ আকবর আলী, মাওলানা শায়খ আব্দুল হান্নান গনেশপুরী,্ এদ্বারা মহাসচিব মাওলানা শায়খ আব্দুল বাছির,হযরত আয়েশা সিদ্দিকা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আনোয়ার হোসাইন, বিশ্বম্ভরপুর সদর মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শায়খ আব্দুল আজিজ, পৈলেনপুর মাদ্রাসার শিক্ষক মাওলানা মউনুদ্দিন, খালেকাবাদ জামে মসজিদের ইমাম হাফিজ আতাউর রহমান লস্কর জকিগঞ্জী, সাদারাই মাদ্রাসার মুহতমীম মাওলানা আবুল খায়ের। সম্মেলন পরিচালনা করেন ইমাম মুয়াযযিন পরিষদের সাধারন সম্পাদক মাওলানা আব্দুর রকীব বিশ্বম্ভরপুরী। ইমাম মুয়াযযিন পরিষদ আয়োজিত এই ইসলামী মহাসম্মেলনে দেশের বরেণ্য আলেম ওলামাদের বক্তব্য গভীর রাত পর্যন্ত হাজার হাজার তৌহিদী জনগন অধীর আগ্রহে উপভোগ করেন।
এবি//দৈনিক দেশতথ্য//মার্চ ১৬, ২০২২//

Discussion about this post