সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে বাকপ্রতিবন্ধী (১৯)এক তরুণীর শ্লীলতাহানির অভিযোগে আনিসুর রহমান (৬২) এর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
ঘটনাটি উপজেলার সদর ইউনিয়নের বড়মির্জাপুর মাদ্রাসাপাড়া গ্রামে ঘটেছে।
এলাকাবাসী ও ভিকটিমের পরিবার সুত্রে জানাগেছে গত রবিবার (১৩ মার্চ) দুপুরে ওই বাক প্রতিবন্ধী তরুণী মাকে ডাকার জন্য বাড়ির অদূরে হাঁটতে থাকে। এসময় তাকে একা পেয়ে বড় মির্জাপুর গ্রামের বাসিন্দা ও মৃত জফির উদ্দীনের ছেলে আনিসুর রহমান শ্লীলতাহানীর চেষ্টা চালায়। পরে তার মা বাড়িতে ফিরে আসলে ইশারায় সে তার মাসহ ওই গ্রামের লোকজনের নিকট সবকিছু খুলে বলে।
পরে গত বুধবার সন্ধ্যায় বাকপ্রতিবন্ধী ওই মেয়ের পরিবার জড়িত আনিসুর রহমানের বিরুদ্ধে সাপাহার থানায় নারী শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে। উপজেলার বড়মির্জাপুর গ্রামের নুরুল ইসলাম সহ একাধিক এলাকাবাসী বলেন,প্রভাবশালী ওই বৃদ্ধ আনিসুর রহমান ইতোপুর্বেও বেশ কয়েকবার এ ধরনের নারী ঘটিত ঘটনা ঘটিয়েছে। যা স্থানীয় ভাবে গ্রাম্য শালিসের মাধ্যমে তা আপোষ মিমংসা করা হয়েছে।
এবিষয়ে অভিযুক্ত আনিসুর রহমানের সাথে যোগাযোগের চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি।
এব্যাপারে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, থানায় একটি মামলা দায়ের হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন আছে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতারে পুলিশী তৎপরতা অব্যাহত রয়েছে ।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post