মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা:
মির্জাপুরে সাত দিন ব্যাপি মুক্তির উৎসব ও সুবর্ণ জয়ন্তীর মেলা জমজমাট হয়েছে উঠেছে। উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এই মেলা প্রাঙ্গন এখন দর্শক ও শিক্ষার্থীদের পদচারনায় মুখরিত। মেলায় প্রতি দিন থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন। আজ রবিবার (২০ মার্চ) উপজেলা পরিষদ চত্তরে গিয়ে দেখা গেছে প্রতিটি স্টলে সরকারী বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকান্ডের চিত্র।
উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান জানান, গত ১৭ মার্চ জাতির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্ম জয়ন্তী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে উপজেলা পরিষদ চত্তরে সাত দিন ব্যাপি মুক্তির উৎসব ও সুবর্ণ জয়ন্তীর মেলার উদ্ধোধন কনের ভুমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপি। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্ট, পৌরসভার মেয়র সালমা আক্তার, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. আলম চাঁদ, উপজেলা পরিষদের বাইস চেয়ারম্যান মো. আজাহারুর ইসলাম ও মীর্জা শামীমা আক্তার, এসিল্যান্ড মীর্জা জুবায়ের হোসেনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা এবং রাজনৈতিক দলের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন অধিদপ্তর থেকে ২৮ টি স্টল বসানো হয়েছে। স্টলকে আকর্ষণীয় করতে সরকারী বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকান্ডের প্রদর্শন করা হচ্ছে। প্রতি দিন সন্ধ্যার পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। চলবে আগামী ২৩ মার্চ পর্যন্ত। প্রতি দিন সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত মেলা চলছে।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post