রোমান আহমেদ, জামালপুর : মরহুম হাবিবুর রহমান শিক্ষা ফাউন্ডেশন এর উদ্যোগে হযরত শাহজামাল (রঃ) স্কুল এন্ড কলেজের গরিব ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
সোমবার (২১ মার্চ) দুপুরে শাহজামাল স্কুল এন্ড কলেজ মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহজামাল স্কুল এন্ড কলেজ ও জামালপুর পৌর আওয়ামীলীগের সভাপতি মাসুম রেহা রহিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক ছানোয়ার হোসেন ছানু।
বিশেষ অতিথির হিসেবে ছিলেন জেলা শিক্ষা অফিসার মনিরা মুস্তারি ইভা,জেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক আ ব ম জাফর ইকবাল জাফু, সাবেক কাউন্সিলর উসমান গনী মূসা, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক আইন উদ্দিন প্রমুখ। এসময় প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ৭৯জন গরিব ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করা হয়।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post