হুমায়ুন কবির হিমু, মিরপুর (কুষ্টিয়া) সংবাদদাতা: কুষ্টিয়ার মিরপুরে ট্রেনে কাটা পড়ে জয়নব নেছা (৬০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার (২০মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার পোড়াদহ রেলওয়ে জংশনের ১ নম্বর প্ল্যাটর্ফমে এ দুর্ঘটনা ঘটে। পোড়াদহ রেলওয়ে থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজের আলী এ তথ্য নিশ্চিত করেন। নিহত জয়নব নেছা কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার উত্তর মাগুরা গ্রামের আহম্মদ আলীর স্ত্রী। পোড়াদহ থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজের আলী বলেন, সকাল ১০টার দিকে খুলনা থেকে রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি পোড়াদহ স্টেশনের ১ নম্বর প্ল্যাটর্ফমে এসে দাঁড়ায়। এসময় জয়নব নেছা দ্রুত ট্রেনে ওঠতে গিয়ে অসাবধানতাবশত
হাত ফসকে ট্রেনের নিচে পড়ে যায়। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওসি আরও বলেন, ঘটনার পর রেললাইন থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়। পরে সুরতহাল শেষে ময়নাতদন্ত ছাড়াই নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post