কুষ্টিয়ার রোজ হলিডে পার্ক এন্ড রিসোর্টে কুষ্টিয়া প্রেসক্লাব (কেপিসি)র ৫৭তম পিকনিক সম্পন্ন হয়েছে। গতকাল রবিবার সকাল ১০ টা থেকে এই পিকনিক শুরু হয়। পিকনিকে ক্রীড়া প্রতিযোগিতা, মধ্যহ্নভোজ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল।
বিকেলে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেপিসির সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব। প্রধান অতিথি ছিলেন বিএফইউজের সহ-সভাপতি আফরোজা আক্তার ডিউ। সভা পরিচালনা করেন সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক মাহমুদ হাসান। এই পিকনিকে কুষ্টিয়ার দৈনিকের সমুহের সম্পাদক, জাতীয় সংবাদপত্র ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং ক্লাব সদস্যরা উপস্থিত ছিলেন।
এবি//দৈনিক দেশতথ্য// মার্চ ২১,২০২২//

Discussion about this post