কুষ্টিয়ার মিরপুর উপজেলা শাকদহচর গ্রামের সমাজ সেবক শাহাজান আলীর সভাপতিত্বে ৩দিনের ওয়াজ মাহফিলে সমাপনি দিনে প্রধান অতিথি হিসাবে ওয়াজ করেন দেশ বরণ্য ইসলামী স্কলার হযরত মাওলানা আলহাজ্ব আবঃ আল আমীন। ওয়াজ করেন দেশ বরণ্য ইসলামী আলোচক আলহাজ্ব মাওলানা মুফতি আমী হুসাইন ফারুকী, মাওলানা,নূর রহমান,মাওলানা শওয়ন রহমান ।
উপস্থিত ছিলেন সমাজ সেবক আলহাজ্ব ডাঃ আফাজ উদ্দীন,মফিজ উদ্দীন,রহমান মন্ডল,সিরাজুল মেম্বর,মারফত আলী মেম্বার, শহিদুল মাস্টার ,রবিউল ইসলাম, সিরাজুল ইসলাম, আশরাফুল ইসলাম, কামরুল ইসলাম, জুয়েল রানা,হামিদুল ইসলাম। গ্রামের সকলের কল্যাণ ও,সমৃদ্ধ কামনা করে দোয়া করেন মাওলানা আবঃ আল আমীন প্রমুখ। পরিচালনা করেব সমাজ কর্মী বুকুল আলী।
এবি//দৈনিক দেশতথ্য// মার্চ ২১,২০২২//

Discussion about this post