কুষ্টিয়ায় র্যাবের অভিযানে ২১০ (দুইশত দশ) গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক হয়েছে।
আটকৃত হলেন, মোঃ হাসান (৩২), পিতা-মোঃ আবুল কাশেম, সাং-তারাগুনিয়া (উকনিপাড়া) এবং মোঃ হেলাল (৩৫), পিতা-মোঃ মহির উদ্দিন, সাং- তারাগুনিয়া (কইপাল) নামক ০২ জনকে আটক করা হয়েছে। উভয় কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার বাসিন্দা।
র্যাব সূত্রে জানা যায়, র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল অদ্য ২১ মার্চ ২০২২ ইং তারিখ দুপুর ০২:৩৫ ঘটিকার সময় ‘‘কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন জয়রামপুর গ্রামস্থ মোঃ শামিরুল ইসলাম (৩৮), পিতা- মৃত আলতাফ এর বাড়ীর সামনে কুষ্টিয়া-দৌলতপুর গামী পাঁকা রাস্তার উপর’’ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২১০ (দুইশত দশ) গ্রাম গাঁজা সহ মোঃ হাসান এবং মোঃ হেলাল কে আটক করে।
উক্ত অভিযানে ২১০ (দুইশত দশ) গ্রাম গাঁজা, যাহার আনুমানিক মূল্য-৪,২০০/- (চার হাজার দুইশত) টাকা। একটি মোবাইল ফোন, একটি সিম এবং নগদ ৫০০/- টাকা জব্দ করা হয়।
পরবর্তীতে ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামতসহ আসামীদ্বয়কে দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে বলে র্যাব সূত্রে জানানো হয়েছে।
এবি//দৈনিক দেশতথ্য// মার্চ ২১,২০২২//

Discussion about this post