মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে করোনা মোকাবেলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দ্ইুটি অক্সিজেন কনসেনট্রেটর প্রদান করা হয়েছে।
গতকাল রোববার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তৃপক্ষের নিকট ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে দুইটি অক্সিজেন কনসেনট্রেটর প্রদান করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাস, মেডিকেল অফিসার ডাঃ মামুনূর রশীদ, প্রেসক্লাবের সভাপতি কাঞ্চন কুমার হালদার, সহ-সভাপতি রাশেদুজ্জামান রিমন, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ জোয়ার্দ্দার, পৌর যুবলীগের সভাপতি হাসানুর রহমান খান তাপস প্রমুখ। এর আগে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের পক্ষ করোনা মোকাবেলায় কুষ্টিয়ার সিভিল সার্জন ডাঃ এইচ এম আনোয়ারুল ইসলামের নিকট অক্সিজেন কনসেনট্রেটর প্রদান করা হয়। ওই সময়ে সিভিল সার্জন ডাঃ এইচ এম আনোয়ারুল ইসলাম মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইটি অক্সিজেন কনসেনট্রেটর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিনের হাতে তুলে দেন।

Discussion about this post