সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তরণ উদযাপন উপলক্ষে নওগাঁর সাপাহারে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উন্নয়ন মেলাচত্বরে উপজেলা নির্বাহী অফিসার মো: আব্দুল্যাহ আল মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় ভার্চ্যুয়ালী যোগদান করে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন নওগাঁ-১আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রী বাবু সাধন চন্দ্র মজুমদার এমপি।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার, উপজেলা কৃষিসম্পসারণ অফিসার শাপলা খাতুন প্রমুখ বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠান শেষে সভাপতি ও বিশেষ অতিথিদ্বয় মেলায় আগত স্কাউট ও কাব দল সহ বিভিন্ন স্টল মালিকদের পুরস্কৃত করেন এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এবি//দৈনিক দেশতথ্য//মার্চ ২৪,২০২২//

Discussion about this post