টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সাত দিন ব্যাপি মুক্তির উৎসব ও সুবর্ণ জয়ন্তীর মেলায় বিজয়ী চার প্রতিষ্ঠানকে পুরষ্কার প্রদান করা হয়েছে। গতকাল বুধবার (২৩ মার্চ) বিকেলে সমাপনী অনুষ্ঠানে এই চার প্রতিষ্ঠানকে ক্রেস্ট প্রদান করা হয় বলে আজ বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান জানিয়েছেন।
সাত দিন ব্যাপি মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন অধিদপ্তরের ২৮ টি স্টল ছিল। প্রথম স্থান লাভ করে মির্জাপুর উপজেলা শিক্ষা অফিস, দ্বিতীয় স্থান লাভ করে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস এবং যুগ্ম ভাবে তৃতীয় স্থান লাভ করে উপজেলা কৃষি অফিস এবং পল্লী বিদ্যুৎ অফিস। বুধবার বিকেলে মেলার সমাপনী দিনে বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ। এ সময়
উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মীর্জা জুবায়ের হোসেন, মির্জাপুর থানার ওসি তদন্ত মো. গিয়াস উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম ও মীর্জা আক্তার শিফা, সাবেক ভাইস চেয়ারম্যান সরকার হিতেশ চন্দ্র পুলক, বিজয়ীদের মধ্যে শিক্ষা অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন, স্বাস্থ্য ওপরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফরিদুল ইসলাম, কৃষি অফিসার সঞ্জয় কুমার পাল ও পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএমসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান বলেন, গত ১৭ মার্চ জাতির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্ম জয়ন্তী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে উপজেলা পরিষদ চত্তরে সাত দিন ব্যাপি মুক্তির উৎসব ও সুবর্ণ জয়ন্তীর মেলার উদ্ধোধন করা হয়। মেলাকে উৎসব মুখর করতে ছিল নানা আয়োজন। স্থানীয় এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান, পৌরসভার মেয়র, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ, এসিল্যান্ডসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা এবং রাজনৈতিক দলের নের্তৃবৃন্দ সার্বিক সহযোগিতা করেছেন।
এবি//দৈনিক দেশতথ্য//মার্চ ২৪,২০২২//

Discussion about this post