জামালপুরের ইসলামপুরে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের চেষ্টার অভিযোগে ছামছুল হক সাজু নামে এক শিক্ষককে আটক করেছে ইসলামপুর থানা পুলিশ।
বুধবার (২৩ মার্চ) দিবাগত রাতে উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের সভারচর জষ্ঠিবাড়ি গ্রামের দারুত তাহফিজ এনামুল হক খান হেফজুল কোরআন কওমী নুরানী মাদ্রাসায় এই ঘটনা ঘটে।
ধর্ষক মেলান্দহ উপজেলার নয়ানগর ইউনিয়নের বানিপাকুরিয়া গ্রামের আমির হামজার ছেলে ছামছুল হক সাজু। তিনি বেশ কিছুদিন থেকে ওই মাদ্রাসায় সহকারি শিক্ষক হিসেবে দায়িত্বে রয়েছেন।
মাদ্রাসা সূত্রে জানা যায়, ঘটনার রাতে শিক্ষক সাজু আহাম্মেদ মাদরাসায় আবাসিক প্রথম শ্রেণীতে অধ্যায়নরত ঐ ছাত্রকে আলাদা কক্ষে ডেকে নিয়ে শরীর মেসেজ করায় তারপর একপর্যায়ে জোরপূর্বক বলাৎকার করার চেষ্টা করে। এসময় ঐ ছাত্রের ডাক-চিৎকারে অন্যান্য ছাত্ররা দৌড়ে ঘটনাস্থলে গেলে তাকে ছেড়ে দেয় শিক্ষক সাজু।
পরদিন তার ভাই খাবার দিতে গেলে বিষয়টি জানায় তাকে। ঘটনাটি জানাজানির এক পর্যায়ে স্থানীয়রা তাকে আটক করে করে পুলিশে সোপর্দ করে।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে এবং সেই শিক্ষককে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এবি//দৈনিক দেশতথ্য//মার্চ ২৪,২০২২//

Discussion about this post