কুষ্টিয়া শহরতলীর জুগিয়া ভাটাপাড়া থেকে আকাশ হোসেন (১৭) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১১টার দিকে জুগিয়া ভাটাপাড়া বালির ঘাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আকাশ ভাটাপাড়া এলাকার ফারুক হোসেনের ছেলে। স্থানীয় আদর্শ স্কুলের ৯ম শ্রেণীর শিক্ষার্থী।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাব্বিরুল আলম জানান, রাতে আকাশের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে মনে হচ্ছে সড়ক দূর্ঘটনায় আকাশের মৃত্যু হয়েছে। তবে ময়না তদন্তের পরেই মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। আকাশকে হত্যা করা হয়েছে নাকি কোনো দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এদিকে আজ শুক্রবার ভোরে কুষ্টিয়া সদর উপজেলার বৃত্তিপাড়ায় একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা খেলে ঘটনাস্থলেই ট্রাকের হেলপার শফিউর (২৫) নিহত হয়। নিহত শফিউর যশোর ঝিকরগাছা এলাকার শাজাহান আলির ছেলে।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশের এসআই মতিউর রহমান জানান, আজ ভোরে ঝিনাইদহ থেকে মালবোঝায় একটি ট্রাক কুষ্টিয়ায় আসার পথে বৃত্তিপাড়া নামক স্থানে এসে নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পার্শবর্তী গাছের সাথে গিয়ে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ট্রাকের হেলপার শফিউরের মৃত্যু হয়। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এবি//দৈনিক দেশতথ্য//মার্চ ২৫,২০২২//

Discussion about this post