সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে বেসরকারী সংস্থা পদক্ষেপে বার্ষিক ক্রীড়া,সংস্কৃতি প্রতিযোগীতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান-২০২২ইং সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৫ মার্চ) দুপুরে সদর উপজেলার সুরমা ইউনিয়নের স্থানীয় বেরীগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র সুরমা ব্রাঞ্চ এর উদ্যোগে দুদিনব্যাপী উক্ত প্রতিযোগীতার আয়োজন করা হয়। সুরমা ইউনিয়নের চেয়ারম্যান আমির হোসেন রেজার সভাপতিত্বে ও সুরমা বাঞ্চের কো-অর্ডিনেটর মোঃ আলতাফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র সিলেট জোনের এরিয়া ম্যানেজার মোঃ মুজিবল হক আকন্দ,জেলা সিনিয়র ব্যবস্থাপক ও এরিয়া ম্যানেজার গোলাম এহিয়া, সুরমা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মাজেদা আক্তার,সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি আল-হেলাল ও সমাজসেবক সিরাজুল ইসলাম প্রমুখ। এ সময় উপজেলার সুরমা ইউনিয়নের বিভিন্ন গ্রামের নবীন প্রবীণের উপস্থিতিতে অনুষ্ঠিত ফুটবল খেলা,পরিবেশিত আঞ্চলিক গানসহ বিভিন্ন প্রতিযোগীতায় অংশগ্রহনকারীদেরকে পুরস্কার প্রদান করা হয়। সাংস্কৃতিক প্রতিয়োগীতায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে গানের সম্রাট বাউল কামাল পাশার রচিত দেশাত্ববোধক গান পরিবেশন করে প্রথম স্থান অর্জন করেছেন সাংবাদিক বাউল আল-হেলাল। পরে আয়োজকবৃন্দ ও অতিথিগন বিজয়ীদের হাতে মূল্যবান পুরস্কার প্রদান করেন। পদক্ষেপ এর স্থানীয় কর্মকর্তাদের মধ্যে মোঃ আলমগীর হোসেন,জাহিদুল ইসলাম,ডাঃ সনেট,ডাঃ দিপংকর মালাকার,সোহেল খান ও চন্দন সরকার সহ এলাকার বিভিন্ন উদ্যোক্তারা কর্মসুচি বাস্তবায়নে ব্যস্ত সময় অতিবাহিত করেন।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post