কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে শুক্রবার (২৫ মার্চ ২০২২) সন্ধ্যা ৭ টায় জেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধু সংস্কৃতিক মঞ্চে এক আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক কুষ্টিয়া মোহাম্মদ সাইদুল ইসলাম প্রধান অতিথি এবং পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম বিশেষ অতিথি হিসেবে উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন। বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নের্তৃত্বে মুক্তিযুদ্ধের সময় ৩০ লক্ষ বীর বাঙ্গালির রক্ত এবং ২ লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম আরো বলেন, সকল বীর মুক্তিযুদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা ; আমাদের এই স্বাধীনতা আমরা অনেক সংগ্রাম, রক্ত, ত্যাগ ও কষ্টের বিনিময়ে অর্জন করেছি। আমরা আরো জানি স্বাধীনতা অর্জনের থেকে স্বাধীনতা রক্ষা করা আরো কঠিন। সভায় সভাপতির দায়িত্ব পালন করেন ডিডিএলজি মৃণাল কান্তি দে।
এ সময় আরো উপস্থিত ছিলেন হাজী রবিউল ইসলাম, চেয়ারম্যান জেলাপরিষদ, বিজ্ঞ পিপি অনুপ কুমার নন্দী, বীর মুক্তিযোদ্ধা ও জিপি আখতারুজ্জামান মাসুম, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ্ব মোঃ রফিক উল আলম (টুকু) সহ বীরমুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post